CACCO
Opening Hour: Sunday - Thursday 10am to 7pm

History

বহুদিন পূর্ব থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত শুধুমাত্র প্রাথমিক খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, বহুমূখী সমবায় সমিতি, হাউজিং সোসাইটি এবং মহিলা সমবায় সমিতির সমন্বয়ে একটি ‘‘বৃহত্তর সংগঠন’’ গড়ে তোলার ব্যাপারে খ্রীষ্টান সমাজের বিভিন্ন আলোচনা-সভা, সেমিনার, প্রশিক্ষণ, সিম্পোজিয়াম এবং ফোরামে গুরুত্বের সহিত চিন্তা-ভাবনা করা হচ্ছিল। অবশেষে বিগত ১লা মে ২০০৭ খ্রীষ্টাব্দে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেট, ঢাকা -এর উদ্যোগে ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে ঋণখেলাপী কিভাবে প্রতিরোধ ও প্রতিকার করা যায়, সেই বিষয়ে আলোচনা করার জন্য এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় ঢাকা এবং ঢাকার আশে-পাশের মোট ৩২ (বত্রিশটি) প্রাথমিক খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, বহুমূখী সমবায় সমিতি, হাউজিং সোসাইটি এবং মহিলা সমবায় সমিতি হতে সর্বমোট ১০৪ (একশত চার) জন সমবায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কিভাবে ঋণ খেলাপী প্রতিরোধ ও প্রতিকার করা যায়, সেই ব্যাপারে নিজেদের মধ্যে একটি সমঝোতা চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা মহানগর এবং ঢাকার আশে-পাশে অবস্থিত বিভিন্ন প্রাথমিক খ্রীষ্টান সমবায় সমিতির সমন্বয়ে ‘‘খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের সমন্বয় পরিষদ’’ নামে একটি পরিষদ গঠন করা হয়। সমন্বয় পরিষদ সে সময় স্বল্প পরিসরে কার্যক্রম পরিচালনা করতে থাকে।

আহ্বায়ক কমিটিতে ছিলেন - আহ্বায়ক মিঃ নির্মল রোজারিও, সদস্য সচিব মিঃ বাবু মার্কুস গমেজ, সমন্বয়কারী মিঃ মিলন আই. গমেজ, সদস্য হিসেবে ছিলেন মিঃ ডেভিড প্রবীর হালদার, মিঃ সেন্টু বি. গমেজ, মিঃ বিভাস গমেজ, মিঃ মাইকেল গনসালভেজ, মিঃ সঞ্জিত লিও গমেজ ও মিঃ শ্যামল জেমস্ রোজারিও। আহবায়ক কমিটির অক্লান্ত পরিশ্রমেরই ফল আজকের এই কাককো লিঃ।

১৯শে সেপ্টেম্বর ২০০৮ খ্রিস্টাব্দে ঢাকার মনিপুরিপাড়াস্থ ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ মিলনায়তনে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রাথমিক খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন চার্চের নেতৃস্থানীয় ব্যক্তিসহ মোট ১৮০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ‘‘সমন্বিত সমাজ উন্নয়নে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা’’ শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘‘খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের সমন্বয় পরিষদ’’ -এর কার্যক্রম ও কর্ম এলাকা বিস্তৃতির জন্য জোরালো দাবি ওঠে এবং বিস্তারিত আলোচনাক্রমে সকলে একমত পোষণ করেন যে, দেশের সকল খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের সমন্বয়ে একটি বৃহত্তর কেন্দ্রীয় সমিতি গড়ে তোলা প্রয়োজন।

প্রাথমিকভাবে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) -কে সমগ্র বাংলাদেশের খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সর্বময় দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হয়। ঢাকা ক্রেডিট বাস্তবতার নিরিখে মতামত দেয় যে, ‘খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের সমন্বয় পরিষদ’ নামে সমগ্র বাংলাদেশে কার্যক্রম শুরু বা পরিচালনা করা সম্ভব নয়। অবশেষে ২০০৯ খ্রিস্টাব্দর ২৪ জুলাই উল্লিখিত সমন্বয় পরিষদের ১ম বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ‘খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের সমন্বয় পরিষদ’ এর নাম পরিবর্তন করে ‘‘দি এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ সোসাইটিস্ ইন বাংলাদেশ ” সংক্ষেপে ‘‘ এসিসিএসবি ’’ নামকরণ করা হয়।

২০১২ খ্রিস্টাব্দের জুলাই মাসে প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান মিঃ নির্মল রোজারিও’র নেতৃত্বে ১২ জনের সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটি ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে, সমবায় অধিদপ্তরে এসিসিএসবি’র নিবন্ধনের জন্য আবেদন করেন। কিন্তু সমবায় অধিদপ্তরের তৎকালীন যুগ্ম নিবন্ধক মহোদয় ‘‘দি এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ সোসাইটিস্ ইন বাংলাদেশ” নামে নিবন্ধন প্রদান করা সম্ভব নয় বলে জানান এবং পরামর্শ প্রদান করেন যেন, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ নামে ঢাকা বিভাগে কেন্দ্রীয় সমিতি হিসেবে কার্যক্রম শুরু করা হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে পর্যায়ক্রমে আপনারা বাংলদেশব্যাপী কার্যক্রম পরিচালনা করতে সুযোগ পাবেন। অতঃপর ১৯ জুলাই, ২০১২ খ্রিস্টাব্দে সমবায় অধিদপ্তর কর্তৃক “দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:” নিবন্ধন লাভ করে। যার রেজিস্ট্রেশন নম্বর ০০০০৫, তারিখ-১৯/০৭/২০১২ খ্রিস্টাব্দ।

খ্রিস্টান সমবায় সমিতিগুলোর মধ্যে নিবিড় যোগসূত্র স্থাপন, কারিগরি সহযোগিতা প্রদান, নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও তথ্যের আদান প্রদানের মাধ্যমে কার্যকর ও অর্থবহ সমবায় আন্দোলন গড়ে তুলে আর্থিকভাবে সক্ষম ও আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে কাককো লিঃ।

History

Since long ago various discussions on Seminars, trainings, symposiums and forums were being seriously thought to form a "larger organization" of the Christian community involving of only the primary Christian Co-operative Credit Unions, Savings and Credit Co-operative Societies, Multi-purpose Co-operative Societies, Housing Societies and Women's Co-operative Societies in different parts of Bangladesh. Finally, on May 1, 2007, aview exchange meeting was organized to discuss how to prevent and medication debt defaulters at the initiative of The Christian Co-operative Credit Union Limited, Dhaka at Daniel Corraya meeting room. A total of 104 (one hundred and four) cooperative leaders from Dhaka and neighboring areas of Dhaka and around 32 (thirty-two) primary Christian cooperative credit unions, savings and Credit cooperative societies, multi-purpose cooperative societies, housing societies and women's cooperative societies participated in the meeting. In order to implement a compromise agreement among themselves on how to prevent and medication debt defaulters, a council called "Coordinating Council of Christian Cooperative Societies" was formed by consensus in the meeting consisting of various primary Christian Cooperative Societies located in and around Dhaka. The Coordinating Council continued to operate on a small scale at that time.

Convenor Committee was - Convenor Mr. NirmolRozario, Secretary Mr. Babu Markus Gomes, Coordinator Mr. Milan I. Gomes, as members were Mr. David Probir Halder, Mr. Sentu B. Gomes, Mr. Bivas Gomes, Mr. Michael Gonsalves, Mr. Sonjit Leo Gomes and Mr. Shyamal James Rozario. Today's CACCO Ltd. is the result of determined efforts of the organizing committee.

On September 19, 2008, a conference titled "Role of Credit Unions in the Development of Integrated Society" was held with a total of 180 prominent people including leaders of primary Christian cooperative credit unions located in different regions of the country and leading people of various churches at the International Jute Study Group Auditorium in Monipuripara, Dhaka. In the conference, there was a strong demand for the expansion of the activities and work area of the "Coordinating Council of Christian Cooperative Societies" and through detailed discussion, everyone agreed that a larger central association should be formed with all the Christian Cooperative Societies in the country.

Initially The Christian Co-operative Credit Union Ltd., Dhaka (Dhaka Credit) was given all responsibility and power to take necessary steps for the purpose of forming a Central Co-operative Society comprising the Christian Co-operative Societies of all over Bangladesh. Dhaka Credit realistically opines that it is not possible to start or operate activities in the whole of Bangladesh under the name of 'Coordinating Council of Christian Cooperative Societies'. Finally on 24 July 2009, the 1st Annual General Meeting of the said Coordinating Council was convened. In the meeting, the name of "Coordinating Council of Christian Cooperative Societies" was changed to "The Association of Christian Cooperative Societies in Bangladesh" and abbreviated as "ACCSB".

In July 2012, the management committee consisting of 12 members under the leadership of the current chairman of the institution, Mr. NirmolRozario, applied for the registration of ACCSB in the Department of Cooperatives, using the address of the head office of Dhaka Credit. But the then joint registrar of the Department of Cooperatives said that it was not possible to give registration under the name "The Association of Christian Cooperative Societies in Bangladesh" and suggested that The Central Association of Christian Cooperatives should be started as a central association in Dhaka Division. He also said, later on, you will get the opportunity to conduct activities across Bangladesh. Then on July 19, 2012, “The Central Association of Christian Co-operatives (CACCO) Limited” was registered by the Department of Cooperatives. whose registration number is 00005, dated 19/07/2012.

CACCO Ltd. is working with the conviction to build a financially capable and self-reliant Christian society by developing an effective and meaningful cooperative movement by establishing close links between Christian cooperative societies, providing technical assistance, maximizing the use of own resources and sharing information.