CACCO
Opening Hour: Sunday - Thursday 10am to 7pm

CACCO accounting services activities:

Co-operative society is a financial institution, it is absolutely necessary for any financial institution to keep the accounts updated regularly as per the specified rules. If the accounts of the organization are not correct, then the organization is not sustainable, there are opportunities for various irregularities including theft and fraud. Therefore, with the aim of making the cooperative societies sustainable and dynamic, the accounting service activities of the cooperative societies are ongoing with the aim of implementing the objectives of CACCO, increasing the activities and helping to properly store the accounts of the cooperative societies. Already several member and non-member societies have adopted this service and expressed their satisfaction with the quality of service. Through this service, the method of maintaining the accounts including preparation of complete accounts following the Co-operative Societies Act, Rules and Accounts Manual is shown by hand and necessary advice is provided.

হিসাব সেবা কার্যক্রম:

সমবায় সমিতি একটি আর্থিক প্রতিষ্ঠান, যে কোন আর্থিক প্রতিষ্ঠানের জন্য নিয়মিত নির্দিষ্ট নিয়মানুসারে হিসাবপত্র আপডেট রাখা একান্ত আবশ্যক। প্রতিষ্ঠানের হিসাব যদি ঠিক না থাকে তাহলে ঐ প্রতিষ্ঠান টেকসই হয় না, চুরি-কারচুপিসহ নানা অনিয়ম হওয়ার সুযোগ থাকে। তাই সমবায় সমিতিসমূহকে টেকসই ও গতিশীল করাসহ কাককো’র উদ্দেশ্য বাস্তবায়ন, কার্যক্রম বৃদ্ধি ও সমবায় সমিতিসমূহের হিসাবপত্র সঠিকভাবে সংরক্ষণে সহায়তার লক্ষ্যে সমবায় সমিতির হিসাব সেবা কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে একাধিক সদস্য এবং সদস্য বহির্ভূত সমিতি এই সেবা গ্রহণ করেছে এবং সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এ সেবার মাধ্যমে সমবায় সমিতি আইন, বিধি ও হিসাব ম্যানুয়াল অনুসরণ করে পূর্ণাঙ্গ হিসাব প্রস্তুত করাসহ হিসাবপত্র সংরক্ষণ পদ্ধতি হাতে-কলমে দেখানো হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।