CACCO
Opening Hour: Sunday - Thursday 10am to 7pm

CACCO Internal audit activities

Auditing is an important process for creating transparency in all the activities of the cooperative society, including proper accounting. If the audit is carried out by properly scrutinizing the financial aspect along with the management of the society, then the correct picture emerges along with the direction. Which will be helpful in managing and progressing the future activities of the cooperative society. Based on this issue, internal audit service activities are ongoing on behalf of CACCO Ltd. in view of the implementation of the mission, vision and objectives and the needs of the member societies. On application of any Cooperative Society/Credit Union, internal audit work is completed by verifying the accounts and other documents and after completing the internal audit work, a full audit report is provided with necessary advice on financial aspects and management.
Issues observed during internal audit –
01. Problems in using receipts, vouchers, debit vouchers, credit vouchers and journal vouchers.
02. Problems with the filing system.
03. Problems in preparation and use of cash book.
04. Problems in preparation and use of General Ledger.
05. Not using General Ledger is a problem.
06. Average problem in statement of account and detail list balance.
07. Average problems in software and manual accounting balances.
08. Average problems in software and manual accounting and detail list balances.
09. The problem of changing any figure of a number at will.
10. Wrong entry/editing and the hiding problem in software.
11. Problems with software not keeping correct records.
In order to solve the problems mentioned in the management and transactions maintained in the software and manual system used by the cooperative society, the CACCO internal audit team has done the internal audit work by correcting the errors through tireless work with sincerity. Already worked continuously for a long time to prepare and reconcile several years of software and manual accounts of several cooperative societies and successfully completed it. During the internal audit process, the concerned officers and employees of the society are shown by hand in keeping the accounts correctly both in software and manual methods.
How Cooperative Societies Benefit After Internal Audit:
01. 100% verification of receipts, vouchers, debit vouchers, credit vouchers and journal vouchers.
02. Preparation of cash book updates.
03. Prepare up to date accounts of all sectors in General Ledger and reconcile with accounts.
04. Reconciliation of surplus paper and detail list.
05. Correction of deviations as software and manual.
06. False entry, edit, error correction in software.
07. Reconciliation of accounts by correcting all erroneous accounts by software and manual methods.
08. Reconciliation of capital-liabilities and assets by software and manual.
09. Matching software and manual detail list.
10. Live adaptation of the software used by the society.
11. Training and upskilling of software related officers.

CACCO has skilled workforce to verify the correctness of software and manual calculations in the internal audit process. The member associations receiving internal audit services expressed satisfaction with CACCO's internal audit work. In recognition of the work, the service receiving society has given a special memento 'crest' along with a letter of thanks and appreciation. All member societies are proud and happy on behalf of CACCO for this achievement. By taking internal audit services, the member societies can take necessary advice to make all the activities of the society more dynamic and sustainable, including being sure about the accuracy and correctness of their accounts. We believe that soon all the member societies will play an effective role in realizing the objective of CACCO Ltd. by making the transparency of their respective societies by adopting this service.

অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম

সমবায় সমিতির সঠিক হিসাব সংরক্ষণ, হিসাবসহ সকল কার্যক্রমে স্বচ্ছতা তৈরীর জন্য নিরীক্ষা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সমিতির ব্যবস্থাপনাসহ অর্থনৈতিক দিক সঠিকভাবে যাচাই-বাছাই করে নিরীক্ষা সম্পাদন হলে দিকনির্দেশনার সাথে সঠিক চিত্র উঠে আসে। যা সমবায় সমিতির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা এবং অগ্রসর হতে সহায়ক হবে। এই বিষয়কে কেন্দ্র করে মিশন, ভিশন ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং সদস্য সমিতিসমূহের চাহিদার নিরিখে কাককো লি:-এর পক্ষ থেকে অভ্যন্তরীণ নিরীক্ষা সেবা কার্যক্রম চলমান রয়েছে। যে কোন সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে হিসাবপত্র এবং অন্যান্য নথি যাচাই করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্য সম্পন্ন করা হয় এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কার্য সম্পন্ন করে আর্থিক দিক ও ব্যবস্থাপনার উপর প্রয়োজনীয় পরামর্শসহ পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রদান করা হয়।

অভ্যন্তরীণ নিরীক্ষাকালে পরিলক্ষিত সমস্যাসমূহ :
০১। রশিদ, ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ও জার্নাল ভাউচার ব্যবহারে সমস্যা।
০২। ফাইলিং ব্যবস্থায় সমস্যা।
০৩। ক্যাশ খাতা প্রস্তুত ও ব্যবহারে সমস্যা।
০৪। জেনারেল লেজার প্রস্তুত ও ব্যবহারে সমস্যা।
০৫। জেনারেল লেজার ব্যবহার না করা সমস্যা।
০৬। হিসাব বিবরণী ও ডিটেইল লিস্ট ব্যালেন্সে গড়মিল সমস্যা।
০৭। সফট্ওয়্যার এবং ম্যানূয়েল হিসাব বিবরণী ব্যালেন্সে গড়মিল সমস্যা।
০৮। সফট্ওয়্যার এবং ম্যানূয়েল হিসাব বিবরণী এবং ডিটেইল লিস্ট ব্যালেন্সে গড়মিল সমস্যা।
০৯। ইচ্ছানুযায়ী অংকের কোন ফিগার পরিবর্তন করার সমস্যা।
১০। সফট্ওয়্যারে ভূয়া এন্ট্রি/এডিট করা, হাইড করার সমস্যা।
১১। সফট্ওয়্যারে সঠিক হিসাব সংরক্ষণ না করার সমস্যা।

সমবায় সমিতির ব্যবহৃত সফট্ওয়্যার ও ম্যানূয়েল পদ্ধতিতে রক্ষিত লেনদেন এবং ব্যবস্থাপনায় উল্লেখিত সমস্যাসমূহ নিরসনের লক্ষ্যে কাক্কো অভ্যন্তরীণ নিরীক্ষাদল আন্তরিকতার সহিত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভুল-ত্রটি সংশোধনপূর্বক সঠিক হিসাব প্রস্তুত করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্য সম্পন্ন করে থাকেন। ইতোমধ্যে একাধিক সমবায় সমিতির কয়েক বছরের সফট্ওয়্যার ও ম্যানুয়াল হিসাব সঠিকভাবে প্রস্তুত ও মিলকরণের জন্য দীর্ঘ সময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে সফলতার সাথে তা সম্পন্ন করেছেন। অভ্যন্তরীণ নিরীক্ষা কার্য চলাকালে সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের সফট্ওয়্যার ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই সঠিকভাবে হিসাবরক্ষণে হাতে-কলমে দেখানো হয়ে থাকে।

অভ্যন্তরীণ নিরীক্ষা শেষে সমবায় সমিতি যেভাবে উপকৃত হয়ে থাকে :
০১। রশিদ, ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ও জার্নাল ভাউচার ১০০% যাচাই করা।
০২। ক্যাশ খাতা হালনাগাদ প্রস্তুত করা।
০৩। জেনারেল লেজারে সকল খাতের হিসাব হালনাগাদ প্রস্তুত করে হিসাবের সহিত মিল করা।
০৪। উদ্বৃত্তপত্র এবং ডিটেইল লিষ্ট মিল করা।
০৫। সফট্ওয়্যার এবং ম্যানুয়েল হিসাবে ত্রুটি-বিচ্যুত্তি সংশোধন করা।
০৬। সফট্ওয়্যার হিসাবে ভূঁয়া এন্ট্রি, এডিট, ত্রুটি-বিচ্যুত্তি সংশোধন করা।
০৭। সফট্ওয়্যার এবং ম্যানূয়েল পদ্ধতিতে সকল ত্রুটিপূর্ণ হিসাব সংশোধন করে হিসাব মিল করা।
০৮। সফট্ওয়্যার এবং ম্যানূয়েল হিসাবে মূলধন-দায় এবং সম্পদ-পরিসম্পদ সংশোধন করে মিল করা।
০৯। সফট্ওয়্যার এবং ম্যানূয়েল ডিটেইল লিষ্ট মিল করা।
১০। সমিতির ব্যবহৃত সফট্ওয়্যার লাইভ উপযোগী করা।
১১। সফট্ওয়্যার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের প্রশিক্ষিত এবং দক্ষতা বৃদ্ধি করা।

অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমে সফট্ওয়্যার এবং ম্যানুয়েল হিসাবের সঠিকতা যাচাই করার জন্য কাককো’র সুদক্ষ কর্মী বাহিনী রয়েছে। অভ্যন্তরীণ নিরীক্ষা সেবা গ্রহণকারী সদস্য সমিতিসমূহ কাককো’র অভ্যন্তরীণ নিরীক্ষা কাজে সন্তুষ্টি প্রকাশসহ ভূয়শী প্রশংসা করেছে। কাজের স্বীকৃতি স্বরূপ সেবা গ্রহণকারী সমিতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পত্রসহ বিশেষ সম্মাননা স্মারক ‘ক্রেস্ট’ প্রদান করেছে। এ অর্জনে কাককো’র পক্ষে সকল সদস্য সমিতি গর্বিত ও আনন্দিত। অভ্যন্তরীণ নিরীক্ষা সেবা গ্রহণের মাধ্যমে সদস্য সমিতিসমূহ নিজেদের হিসাবপত্রের সঠিকতা ও শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়াসহ সমিতির সকল কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন। শীঘ্রই সকল সদস্য সমিতি এ সেবা গ্রহণের মাধ্যমে নিজ নিজ সমিতির স্বচ্ছতা তৈরীসহ কাককো লিঃ-এর উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।