CACCO
Opening Hour: Sunday - Thursday 10am to 7pm

কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস)

বিভিন্ন গ্রাম/শ্রেণী/ধর্ম/পেশা/এলাকা/অঞ্চলভেদে অনেক সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়ন গড়ে উঠেছে। ফলে একই ব্যক্তির বিভিন্ন সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নে সদস্যপদ গ্রহণসহ ঋণ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগটি ব্যবহার করে একই ব্যক্তি একাধিক সমিতিতে সদস্য হয়ে বিভিন্নভাবে ঋণ গ্রহণ করছেন। অপরিকল্পিত ঋণ গ্রহণের ফলে ঋণ খেলাপীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমিতিগুলোর জন্য হুমকি স্বরূপ।

কোন সদস্যের ঋণ আবেদনপত্র সঠিকভাবে যাচাইয়ের ক্ষেত্রে আবেদনকারীর অন্য কোন সমিতিতে ঋণ আছে কি না’ এবং ঋণ থাকলে তা কি অবস্থায় রয়েছে তা জানতে হবে। কিন্তু বাস্তবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় তা হ’ল - একক সদস্যের জন্য বিভিন্ন সমিতি হতে তথ্য সংগ্রহ করা ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিলক্ষিত সমস্যাগুলোর সমাধান করাসহ সমবায় সমিতি/ক্রেডিট ইউনিয়নসমূহের ঋণ ঝুঁকি হ্রাস ও খেলাপী ঋণ প্রতিরোধের লক্ষ্যে কাককো’র উদ্যোগে সবচেয়ে সহজ ও যুগোপযোগী করে বিগত ১৮/১০/২০১৪ খ্রিস্টাব্দ তারিখে “কাককো ক্রেডিট মনিটরিং সিস্টেম” (সিসিএমএস) নামে এই অনলাইন ভিত্তিক ডাটাবেস সফট্ওয়্যার কার্যক্রম চালু করা হয়েছে। এই সফট্ওয়্যারটির মাধ্যমে সহজেই একজন ঋণ গ্রহীতাকে চিহ্নিত করা যায় এবং একই ব্যক্তি অন্যান্য সমিতি হতে কত পরিমাণে ঋণ গ্রহণ করেছেন ও ঋণটির বর্তমান অবস্থাসহ সমস্ত তথ্য জানা যাচ্ছে। ঋণ আবেদন যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি অধিকতর সহায়ক। সিসিএমএস সেবা গ্রহণকারী সমিতিসমূহ সফট্ওয়্যারটি ব্যবহারে উপকৃত হচ্ছে মর্মে সন্তুষ্টি প্রকাশ করেছে। একইসাথে কাককো’র সকল সদস্য সমিতি এর অর্ন্তভুক্ত হলে সফট্ওয়্যারটির সম্পূর্ণ সুফল পাওয়া যাবে বলে মতামত প্রকাশ করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল সমিতি সফট্ওয়্যারটি গ্রহণ করলে একটি শক্তিশালী আন্তঃনেটওয়ার্ক তৈরীসহ অচিরেই ঋণ খেলাপী সমস্যার অবসান হবে।

CACCO Credit Monitoring System (CCMS)

Many cooperative societies/credit unions have been formed in different villages/castes/religion/profession/area/ region. As a result, the same person has the opportunity to take loans along with membership in various cooperative societies/credit unions. Using this opportunity, the same person is a member of multiple societies and taking loans in different ways. Due to unplanned borrowing, the number of defaulters is increasing at an alarming rate, which is a threat to the societies.

In order to properly verify the loan application of a member, it is necessary to know whether the applicant has any loan to any other cooperative society and if so, what is the status of the loan. But the problems faced in collecting data in practice are - It is expensive, time consuming and troublesome for a single member to collect data from various cooperative societies. In order to reduce the credit risk of cooperative societies/credit unions and prevent defaulted loans along with solving the problems observed in the collection of data, this online based Database system software named “CACCO Credit Monitoring System” (CCMS) was launched on 18/10/2014 by the initiative of CACCO to make it the simplest and up-to-date. Through this software one can easily identify a borrower and all the information including how much loan the same person has taken from other societies and what is the current status of the loan. It is more helpful in loan application verification and decision making. Societies using the CCMS service have expressed their satisfaction with the use of the software. At the same time, they have expressed the opinion that the full benefit of the software will be available if all the members of the CACCO is included. We strongly believe that if all societies adopt the software, it will soon end the problem of defaulters along with creating a strong inter-network.

সিসিএমএস গঠনের উদ্দেশ্য:

ঋণ খেলাপী প্রতিরোধ করা।
ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
ঋণ ঝুঁকি হতে সমিতিকে সুরক্ষা করা।
সদস্য সমিতিসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরী করা।
ঋণ প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনসহ সচেতনতা বৃদ্ধি করা।

Purpose of CCMS formation:

Prevent debt defaulters.
Assist in making loan decisions.
To protect the association from debt risk.
Creating interrelationships between member associations.
Raising awareness, including caution, when it comes to lending.

সিসিএমএস ব্যবহারে করণীয়ঃ

সিসিএমএস সফট্ওয়্যার ইন্সটলেশন চার্জ ও মাসিক ফি:


ক্রমিক নং সদস্য সংখ্যা ইনস্টলেশন ফি মাসিক ফি
২০ থেকে ১,০০০ জন ৭,০০০ /- ৬০০ /-
১,০০১ থেকে ২,০০০ জন ১০,০০০ /- ১,০০০ /-
২,০০১ থেকে ৩,০০১ জন ১০,০০০ /- ১,৫০০ /-
৩,০০১ থেকে ৪,০০১ জন ১০,০০০ /- ২,০০০ /-
৪,০০১ থেকে ৫,০০০ জন ১০,০০০ /- ৩,০০০ /-
৫,০০১ থেকে ১০,০০০ জন ১৫,০০০ /- ৫,০০০/-
১০,০০০ জনের উপরে ২৫,০০০ /- ১০,০০০ /-

CCMS software installation charges and monthly fees:


Serial No Number of members Installation fee Monthly fee
1 20 to 1,000 people 7,000 /- 600 /-
2 1,001 to 2,000 people 10,000 /- 1,000 /-
3 2,001 to 3,000 people 10,000 /- 1,500 /-
4 3,001 to 4,000 people 10,000 /- 2,000 /-
5 4,001 to 5,000 people 10,000 /- 3,000 /-
6 5,001 to 10,000 people 15,000 /- 5,000 /-
7 Above 10,000 people 25,000 /- 10,000 /-

Societies included in CCMS:

1) The Christian Co-operative Credit Union Ltd., Dhaka
2) Dharenda Christian Co-operative Credit Union Ltd.
3) The Metropolitan Christian Co-operative Housing Society Ltd.
4) Mothbari Christian Cooperative Credit Union Ltd.
5) Pirgacha Thangani Co-operative Credit Union Ltd.
6) Garo Kormojibi Samabaya Samity Ltd.
7) Dhaka Christian Bahumukhi Samabaya Samity Ltd.
8) Mausaid Christian Multipurpose Co-operative Society Ltd.
9) Mausaid Christian Co-operative Credit Union Ltd.
10) Garo Co-operative Credit Union Ltd.
11) Rangamatia Christian Co-operative Credit Union Ltd.
12) Mohakhali Christian Co-operative Credit Union Ltd.
13) Mothbari Khudra Beboshaye Samabaya Samity Ltd.
14) Bhasania Christian Co-operative Credit Union Ltd.
15) Nagari Christian Co-operative Credit Union Ltd.
16) Hasnabad Christian Co-operative Credit Union Ltd.
17) Chorakhola Christian Co-operative Credit Union Ltd.
18) Tumilia Dharmapalli Christian Bohumukhi Samabaya Samity Ltd.

সিসিএমএস-এর অন্তর্ভুক্ত সমিতিসমূহ :

১) দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা
২) ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৩) দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:
৪) মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৫) পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
৬) গারো কর্মজীবি সমবায় সমিতি লি:
৭) ঢাকা খ্রীষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতি লি:
৮) মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:
৯) মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১০) গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১১) রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১২) মহাখালী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১৩) মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:
১৪) ভাসানিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১৫) নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১৬) হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১৭) চড়াখোলা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:
১৮) তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমূখী সমবায় সমিতি লি:

Current status of the software:

1) At present number of societies incorporated with CCMS are 18 and 2 societies are under process of incorporation.
2) The software is in live operation with loan information of about 36,000 individual members.
3) Arrangements are made to keep servers running round the clock to provide uninterrupted service.
4) There are staff responsible for providing services as per the needs of the users including regular monitoring of the software

সফট্ওয়্যারটির বর্তমান অবস্থা:



১) বর্তমানে সিসিএমএস এর সাথে অন্তর্ভুক্ত সমিতির সংখ্যা ১৮টি এবং অন্তর্ভুক্তির প্রক্রিয়াধীন রয়েছে ২টি সমিতি।
২) প্রায় ৩৬,০০০ জন ব্যক্তি সদস্যের ঋণ তথ্যসহ সফট্ওয়্যারটি লাইভ অপারেশনে রয়েছে।
৩) নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক সার্ভার চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।
৪) সফট্ওয়্যারটি নিয়মিত মনিটরিং করাসহ ব্যবহারকারীদের প্রয়োজন মাফিক সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছে।